গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী গণিত পরিবার বাংলাদেশের সেরা গণিত ক্লাবের স্বীকৃতি পেয়েছে। তৃণমূল পর্যায়ে গণিত চর্চা ছড়িয়ে দিতে অনন্য অবদান রাখায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এ স্বীকৃতি প্রদান করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট যোসেফ স্কুলে জাতীয় গণিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাংনী গণিত পরিবারের সদস্যদের হাতে সেরা ক্লাবের পুরস্কার তুলে দেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গাংনী গণিত পরিবারের পরিচালক আবির সাফি বিন্দু, সহকারী পরিচালক শাইফ, সদস্য আশিক ও সাফা। রাজশাহী, চট্রগ্রাম, সিলেট ও খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে ৬০/৭০টি গণিত ক্লাব রয়েছে। এদের মধ্য থেকেই সেরা নির্বাচিত হয়েছে গাংনী গণিত ক্লাব। এ সাফলে গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গাংনী গণিত পরিবার ও এর সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।