আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করে। আল-ইকরা ক্যাডেট একাডেমীর সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল খান, আল-ইকরা ক্যাডেট একাডেমীর সহসভাপতি মনিরুজ্জামান, পরিচালনা কমিটির সদস্য আকবর। সহকারী শিক্ষক আব্দুস শাহীন শাহেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, আশরাফুল ইসলাম, আকরামুল হক, ফিরোজুর রহমান, এনামুল হক, আব্দুল হান্নান, নুরুন্নাহার, পারভীন আক্তার, রশিদুজ্জামান, সাইদুর রহমান প্রমুখ।