আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার সাংবাদিকের সাথে জাতীয়পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে অনেক সাংবাদিকের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। মফস্বল শহরে এতো সাংবাদিকের উপস্থিতি প্রমাণ দেয় এ অঞ্চলের মানুষ কতো সচেতন। এখানকার মানুষের চিন্তাচেতনার অগ্রসারতা জেলা শহরের মানুষের চেয়ে কম নয়। সাংবাদিকদের ঝুঁকি নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হয়। অথচ তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। তিনি এ সময় আলমডাঙ্গা প্রেসক্লাবকে নিজস্ব ফান্ড থেকে ২০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। ভবিষ্যতেও তিনি আলমডাঙ্গার সাংবাদিকদের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, জামসিদুল হক মুনি, এম হাফিজ, শরিফুল ইসলাম, অনিক সাইফুল, আব্দুল কুদ্দুস, মানুয়ার হোসেন, সাইফুল ইসলাম, সোহেল আহম্মেদ প্রমুখ।