আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বিভিন্ন মণ্ডল-প্রধানরা গোবিন্দপুর মাঠপাড়ার খাইরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে নতুন মণ্ডলিত্ব প্রদান করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় খাইরুলকে তার মাথায় পাগড়ি পরিয়ে মণ্ডলিত্ব দেয়া হয়। এ উপলক্ষে ভোজের আয়োজন করেন খাইরুল। ভোজপূর্ব আলোচনাসভায় শামসুদ্দিন আহমেদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মণ্ডল সমিতির সভাপতি এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পকু, সিরাজুল ইসলাম, সহিদুর ইসলাম বিশ্বাস বড়মিয়া, হাজি রফিকুল ইসলাম মুকুল, সোনাহার মণ্ডল, আতাহার আলী, ঠাণ্ডুর রহমান, সেকেন্দার আলী, দাউদ জোয়ার্দ্দার, ওল্টু, রেজাউর রহিম, হাজি নাজিম উদ্দীন, আবুল কালাম আজাদ বেল্টু, বজলুর রহমান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কাজি মাও. আব্দুস সালাম ও মোনাজাত পরিচালনা করেন মাও. রবিউল ইসলাম আনসারী।