হয়রানির শিকার অভিনেত্রী অঞ্জু ঘোষ

 

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহ জেলার বাসিন্দা জনৈক ড. মুখার্জির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। গত বুধবার ইংলিশ বাজার পুলিশ স্টেশনে এ অভিযোগ করেন কলকাতায় বসবাসরত এ বাংলাদেশি অভিনেত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়াই তার নাম এবং ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছেন মালদহ জেলার বাসিন্দা ড. মুখার্জি। অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে মালদহ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কল্যাণ মুখার্জি বলেন, শহরের সুকান্ত মোড়ে বসবাসরত ড. মুখার্জির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, গোপালগঞ্জের মেয়ে অঞ্জুর আসল নাম অঞ্জলী ঘোষ। চলচ্চিত্রের মন্দার সময়ে একসাথে, বেদের মেয়ে জোসনা, আয়না বিবির পালা, নবাব সিরাজ-উদ-দৌলা, মালা বদলসহ বেশ কিছু দর্শকনন্দিত ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানে কলকাতায় বসবাসরত অঞ্জু মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন।