সৌদিতে ফের কাজের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা

 

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ফের কাজের অনুমতি ও পেশা পরিবর্তনের সুযোগ দেবে সেদেশের সরকার। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ সুযোগ পাওয়া যাবে বলে  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর ১৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিরা সৌদি আরবে আকামা (ওয়ার্ক পারমিট) এবং পেশা পরিবর্তনের সুযোগ পাবেন। আগে এক বছর ধরে অবৈধভাবে বসবাসরতদের বৈধ হওয়ার সুযোগ দেয় সৌদি আরব। সে সুযোগে আট লাখ বাংলাদেশি নাগরিক সৌদিতে বৈধ হন।