রাজশাহীতে অস্ত্রসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চার জনকে আটক করেছে ৱ্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ৱ্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল  নগরীর দরগাপাড়া এলাকা থেকে তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। ৱ্যাবের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান,  সন্ধ্যা ৬টার দিকে সন্দেহভাজন ওই চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও ছয়টি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতদের ৱ্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।