একটি গোলাপ ক্ষুদ্র হলেও তার অবদান অনেক : গোলাপ শুধু ভালোবাসার নয় সৌন্দর্যের প্রতীক
তাছির আহমেদ: পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয় বিশ্ব ভালেবাসা দিবস। আমাদের দেশেও এ রীতি এখন সংস্কৃতি হয়ে দাড়িয়েছে। তাই আমরাও জানান দিচ্ছি এদিনের। এ ভালোবাসা দিবসে ভালোবাসার জানান দিতে গিয়ে আমরা অনেকেই তছনছ করছি অনেকের অতি কষ্টে এবং হাতে গড়া ফুলবাগানের লাল গোলাপসহ তার সবুজ পাতার সমারোহকে। এদিনে আমরা বিনষ্ট করছি অন্যের বাগানে অপরূপ সৌন্দর্যে ফুটে থাকা তার প্রিয় গোলাপকে। চুরি করছি ব্যক্তি বা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ের বাগানের ফুল। গত বৃহস্পতিবার রাতে দামুড়হুদার দশমী জামে মসজিদের ফুলবাগান থেকে কে বা কারা বেশ কয়েকটি ডালিয়াসহ ফুটে থাকা সকল গোলাপ চুরি করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিগণ এ ঘটনায় অবাক হয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। সেই সাথে এরকম গর্হিত কাজ যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
দশমী জামে মসজিদের কার্যনির্বহী কমিটির সভাপতি কাজী সাইদুল ইসলাম বাদশা বলেন, একটি গোলাপ ক্ষুদ্র হলেও তার অবদান অনেক। গোলাপ শুধু ভালোবাসার প্রতীক নয়, সৌন্দর্যের প্রতীক। এ মসজিদটির আঙিনা সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা বিদেশি গোলাপের চারা লাগিয়েছিলাম। গাছে বড় বড় ১২টি ফুল ফোটে। মসজিদে এ ধরনের চুরি কোনো বিবেকবান ব্যক্তি বা তার সন্তানরা করতে পারে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।