ডেইজি শাহ’র বিরুদ্ধে হত্যা মামলা
বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ ছবির অভিনেত্রী ডেইজি শাহর বিরুদ্ধে মামলা করেছেন ভোজপুরি অভিনেতা সত্যেন্দ্র সিং। জানা গেছে, ডেইজি তার নতুন ছবি ‘সোডা’ এর শুটিংস্পটে তাকে হত্যার চেষ্টা করে। ভারতীয় বেশকিছু জনপ্রিয় সংবাদমাধ্যম গত বৃহস্পতিবার সকালে এ সংবাদ প্রকাশ করে। সে সংবাদ থেকে জানা যায়, ডেইজি শাহ এবং অভিনেতা সত্যেন্দ্র সিং একটি ছবিতে একসাথে কাজ করছিলেন। আর সেখানে কোরিওগ্রাফার হিসেবে ছিলেন গণেশ আচারিয়া। কিন্তু সেখানে হঠাৎ করেই ডেইজি শাহর ইচ্ছেতেই তাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়া হয়। কারণ হিসেবে জানা যায়, ডেইজি এখন তার বিপরীতে নামকরা কোনো অভিনেতা খুঁজছেন। কিন্তু এ ভোজপুরি অভিনেতার সাথে হঠাৎ করেই এমন আক্রমনাত্মক ব্যবহার করার কারণে ডেইজির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন সত্যেন্দ্র।