ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ফারুক হোসেন ওরফে বোমা ফারুক (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শহরতলীর বাড়ি বাথানগাছি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বোমা ফারুক ঝিনাইদহ সদর উপজেলার বাড়ি বাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বোমাবাজির ৬টি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, একাধিক মামলার আসামি বোমা ফারুক দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন খবরের ভিত্তিতে ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।