জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার জীবননগর বসুতিপাড়ায় বায়তুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মসজিদের সভাপতি মুন্সী আবুল খায়ের শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি মাও. গোলাম রব্বানী ও সমাজসেবক আবু মো. আব্দুল লতিফ অমল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন। প্রভাষক মহিউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফি, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, রুস্তম আলী মিয়া, বাঁকা মাদরাসার শিক্ষক মাও. মিশরী ও মাও. আব্দুল খালেক। মসজিদের জমিদাতা মিজানুর রহমান, হাফিজুর রহমান, ব্যাংক কর্মকর্তা শামসুল আলম, ডা. আব্দুল আওয়াল সেন্টু, জীবননগর প্রেসক্লাবের যুগ্মসম্পাদক জিএ জাহিদুল ইসলাম, ফনিছউদ্দিন, মজিবর রহমান মাস্টার, আবুল কাশেম, আরিফ উদ্দীন, রবি বিশ্বাস, আমির হোসেন, আক্তার হোসেন, হযরত আলী, সুমন, জহিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।