জাতীয়পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সস্ত্রীক হেলিকপ্টারে আলমডাঙ্গায় আসছেন আজ

 

আলমডাঙ্গা ব্যুরো: জাতীয়পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি আজ শনিবার সস্ত্রীক হেলিকপ্টারে আলমডাঙ্গায় আসছেন। আলমডাঙ্গা উপজেলা জাতীয়পার্টির কর্মী সমাবেশে যোগদান ছাড়াও আলমডাঙ্গা শহরের ভাগ্নিজামাই বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জানা গেছে, আজ শনিবার আলমডাঙ্গা উপজেলা জাতীয়পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে শহরের ভাষাসৈনিক মরহুম শহীদুল্লাহ ওল্টু স্যারের বাগানবাড়িতে। প্রধান অতিথি হিসেবে ওই কর্মী সমাবেশে যোগ দেবেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি। এ সময় তিনি আলমডাঙ্গা শহরে অবস্থিত ভাগ্নিজামাই বাড়িতে বৌভাতেও সস্ত্রীক শরিক হবেন বলে দলীয়সূত্রে জানা গেছে। সকাল ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার আলমডাঙ্গা পাইলট হাইস্কুলমাঠে অবতরণ করবে। উপজেলা জাতীয়পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি থাকবেন বরিশাল-৬ আসনের এমপি রত্না আমিন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শহিদুল্লাহ ঠানু, জেলা জাতীয়পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. রবিউর রহমান। এদিকে মহাসচিবের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।