গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নাগরিক সমাজের নির্বাচনীসভা গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি সভাপতি ইনসারুল হক ইন্সুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। আমজাদ হোসেন বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ সাজানো নির্বাচনের মধ্যদিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা অব্যাহত রয়েছে। তাই বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মুক্তির জন্য নাগরিক সমাজের প্রার্থীদের বিজয়ী করতে হবে। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানপ্রার্থী মুরাদ আলী, পৌর বিএনপি যুগ্মসম্পাদক মকবুল হোসেন মেঘলা, পৌর জামায়াতের আমির আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, পৌর যুবদলের সম্পাদক আক্তার মাস্টার ও পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।