স্টাফ রিপোর্টার: গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিসের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিলো গাইবান্ধা ও রংপুরে। এর মাত্রা ছিলো ৪.১। ভূমিকম্প এলাকাভেদে পাঁচ থেকে সাত সেকেন্ড স্থায়ী হয়েছে।