মাথাভাঙ্গা মনিটর: ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা পদত্যাগ করেছেন। নতুন সরকারের প্রস্তাবে তার দল ডেমোক্রেটিক পার্টি সমর্থন দেয়ার পর এনরিকো লেত্তা এ সিদ্ধান্ত নিলেন। প্রেসিডেন্ট গিওরগিও নাপোলিতানোর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ১০ মাস তাকে সহযোগিতাকারীদের ধন্যবাদ দেন লেত্তা। ইতালিতে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব চলছে। দেশটিতে গত ৭ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ শতাংশ কমেছে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সময়ে পাস হওয়া নির্বাচনী আইন পরিবর্তনে বিল আনতে ব্যর্থ হয়েছেন। গত বছর মধ্য ডানপন্থিদের সাথে নিয়ে জোট সরকার গঠন করেন ৪৭ বছর বয়সী লেত্তা। ডেমোক্রেটিক পার্টির নেতা মাত্তেও রেনজি যুক্তি দেখিয়েছেন, অনিশ্চয়তা দূর করতে সরকার পরিবর্তন দরকার। ডিসেম্বরে দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়া রেনজি প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেতে পারেন। রেনজি বলেছেন, ২০১৮ সাল পর্যন্ত নতুন সরকার ক্ষমতায় থাকবে। লেত্তার বিরুদ্ধে অর্থনীতির উন্নয়নে পর্যাপ্ত পদক্ষেপ না দেয়ার অভিযোগ তুলেছেন।