ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী থানা উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে গাংনী থানা উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক বিজিবি সদস্য আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য বেল্টু, জজ, আলামিন, সাবেক ইউপি সদস্য হাসিবুল, আবু তাহের, ছাত্রলীগ নেতা মিলন, যুবলীগ নেতা ফারুক হোসেন, ডাক্তার পান্না, ইউপি সদস্য জান্নাতুল ফেরদোসী, আবু তালেব, লিটন খা। বক্তব্য রাখেন মজিবুল, সাবান, সেলিম, ইনামুল, হযরত, ইমাদুল, মাহবুল, জাহিদ, আক্তার, মাসুম, আব্দুস ছালাম, আলামিন, কামরুজ্জামান, স্বপন, ইমাদুল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২২ বছর সাধনার পর বিভিন্ন মামলা-মকাদ্দমা পেরিয়ে হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সহযোগিতায় গাংনী থানা উদ্বোধন হতে চলেছে।