আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুরের শহীদ মুক্তিযোদ্ধার ছেলে মুস্তাকিনের পুকুরে বিষপ্রয়োগ ও শতাধিক আম্রপালি গাছের চারা কেঁটে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শত্রুতা করে এ অপকর্ম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুস্তাকিন মেম্বার জানান, তার পুকুরে বিভিন্ন দেশি প্রজাতির মাছ ছেড়েছেন এবং পুকুরের চারদিকে আম্রপালি জাতের শতাধিক আমের চারা রোপণ করেছেন। গত বৃহস্পতিবার রাতে কে বার কারা চারা আমগাছগুলো কেটে দেয় এবং পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে তার প্রায় ৫ মণ মাছ মারা যায়।