আন্দুলবাড়িয়ায় যুবলীগ ও ছাত্রলীগের আলোচনাসভা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা মীর্জ্জা হাবিবুর রহমান লিটনের কার্যালয়ে তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আতিয়ার রহমান। বক্তব্য রাখেন যুবলীগ নেতা শেখ ফিরোজ আহম্মদ, মোল্লা টুটুল, কাজী আহসান হায়দার, সুজাত, লিপু, সাগর, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, শামসুজ্জোহা, আক্তারুজ্জামান উজ্জ্বল, শেখ সামদুল, টুটুল, বিল্লাল, তালাত খান, আজাদ প্রমুখ। উপস্থাপনা করেন মোল্লা মানিক।