Untitled

জীবননগর ব্যুরো: বিয়ে-শাদিকে কেন্দ্র করে জীবননগর লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষ্মীপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আমির হোসেন বুড়োর ছেলে সুমন ভালোবেসে ৬ বছর আগে মকবুল খাঁর চাচাতো বোন মেয়ে নাজুর সাথে বিয়ে করে। তাদের ঘরে একছরের একটি পুত্রসন্তান রয়েছে। স্ত্রীর নাজুর বেলেল্লাপনা চলাচলে স্বামী সুমন বাধা দিলে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী নাজু সন্তান নিয়ে তার পিত্রালয়ে ফিরে যায়। এ অবস্থায় মাস দুয়েক আগে সুমন তার স্ত্রী নাজুকে তালাক প্রদান করে এবং ৩ দিন আগে বিয়ে করে। এতে ক্ষিপ্ত হয়ে নাজুর ভাই রাজ্জাক ও জিল্টু গতকাল হামলা চালিয়ে আমির হোসেন বুড়োর স্ত্রী সূর্যবাহার বেগম, মেয়ে হাওয়া খাতুন, ছেলে শের আলী ও সুমনকে রক্তাক্ত জখম করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় অভিযোগ করা হয়েছে।