শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরধরে একজন লাঞ্ছিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরধরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার কচুয়ায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন কচুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জানান, একই গ্রামের প্রতিপক্ষ আলম জোয়ার্দ্দার, জাহিদুর রহমান, আব্দুর রশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ঝিনাইদহ সেন্টেলমেন্ট অফিসে একটি মামলা চলছে। গতকাল বিকেলে সেন্টেলমেন্ট অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম জমি মাপজোক করতে গেলে সার্ভেয়ারসহ জমির মালিক আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করে প্রতিপক্ষ। পরে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে।