মাথাভাঙ্গা মনিটর: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ২০১৩ সালে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই সরকারবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা। কয়েক সপ্তা ধরে দেশটির বিভিন্ন প্রদেশে কট্টর সরকারবিরোধীরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীদের অভিযোগ মাদুরো মুদ্রাস্ফীতি ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দূর করতেও ব্যর্থ হয়েছেন। এ কারণে তারা মাদুরোর পদত্যাগ দাবি করছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এক দশক আগে সমাজতান্ত্রিক নেতা প্রয়াত উগো চাবেসের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে আন্দোলন করেছিলো তাদের এবারের আন্দোলনও অনেকটা ওই রকম। অবশ্য সাম্প্রতিক এ বিক্ষোভ মাদুরোর সরকারের পতন ঘটাতে পারবে না। বুধবার সিটি সেন্টারের কাছে সরকারবিরোধী ও সরকার সমর্থকদের দুইটি মিছিল মুখোমুখি হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় একজন ছাত্র ও সরকারপক্ষের একজন নেতা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদুরো। অন্য একজন ছাত্রের মাথায় গুলি লাগার পর তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক।