মাথাভাঙ্গা মনিটর: একটি জুটিই ব্যাকফুটে ঠেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৯৮ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে টেনে তুলেছে পঞ্চম উইকেটে শন মার্শ ও স্টিভেন স্মিথের জুটিটা। এ জুটিতে আসা ২৩৩ রানের ওপর ভর করেই সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়া তুলেছে ৩৯৭ রান। মাত্র ২ রানের জন্য দেড়শ হয়নি শন মার্শের (১৪৮)। তবে সেঞ্চুরি পেয়েছেন স্টিভেন স্মিথ (১০০)। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও বিপদের মুখে। এ প্রতিবেদন লেখার সময় চা-বিরতি পর্যন্ত ১৭ ওভারে ৬৩ রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৪ উইকেট। ফিরে গেছেন গ্রায়েম স্মিথ, আলভিরো পিটারসেন, হাশিম আমলা এবং ফ্যাফ ডু প্লেসিস। এবি ডি ভিলিয়ার্স আর জেপি ডুমেনি চালিয়ে যাচ্ছেন ঘুরে দাঁড়ানোর কঠিন সংগ্রাম। দক্ষিণ আফ্রিকা শিবিরে কাঁপন ধরিয়েছেন মিচেল জনসন। মাত্র ১২ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটি পিটার সিডলের। এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ডেল স্টেইনই ছিলেন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। ৭৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া রায়ান ম্যাকলারেন ও রবিন পিটারসন ২টি এবং মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার তুলে নিয়েছেন একটি করে উইকেট। এএফপি, ক্রিকইনফো।