মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে একটি পুলিশের বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরো ৪৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন। করাচির শাহ লতিফ শহরে রাজ্জাকাবাদ পুলিশ প্রশিক্ষণ কলেজের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বলেন, ভোরের দিকে এ হামলা চালানো হয়। নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তারা বাসে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। খুব সম্ভবত বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রচণ্ড জোরে বাসটিকে আঘাত করলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে এমন তথ্য উড়িয়ে দিয়েছেন সিআইডির এক কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থলে বোমায় উড়ে যাওয়া শরীরের কোনো অংশ খুজে পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতাল ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক সিমি জামালি অন্ততপক্ষে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আরো কমপক্ষে ৪৭ জন আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। বিশেষ তদন্ত বিভাগের প্রধান এসএসপি ফারুক আওয়ান বলেন, ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে বাসটি ইউ-টার্ন নিচ্ছিলো। এ সময় একটি ছোট্ট ভ্যান বাসটিতে আঘাত করে।