দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের খলিশাকুণ্ডি মালিথাপাড়া এলাকায় একটি দুগ্ধখামারে প্রতিপক্ষরা হানা দিয়ে খামারিকে মারপিট করেছে। হামলাকারীরা ১৮টি গরু লুট করে নিয়ে গেছে বলে খামারি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, হামলাকারীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
পলাতক খামার মালিকের পরিবার ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, ওই গ্রামের আমেরিকা প্রবাসী ফয়সাল মেহেদী হাসান চপলের সাথে একই এলাকার সাজ্জাদ শাহরিয়ার শাকিলের জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চপল, আকবর, এহসানুল হক, ছোট, রফিক, কবীর গাজী, আশার নেতৃত্বে ২০/২৫ জন শাকিলের চাচা আনিছুর রহমান লুলুর দুগ্ধ খামারে হামলা চালিয়ে লুলুকে মারপিট করে খামারের ১৮টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আনিছুর রহমান লুলুর কাছে সেলফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাতিজার সাথে বিরোধের কারণে আমার খামারের গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম বলেন, শাকিল ও চপলের মধ্যে জমিজমা নিয়ে একটি বিরোধ চলছে। তবে গরু লুটের বিষয়টি তার জানা নেই বলে জানান।