স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দুটি দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে। আহত দুজন হোগলডাঙ্গার মহাসিন আলী (৬৫) ও ফকিরপাড়ার ইদ্রিস আলীকে (৪৫) গতকালই ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে মহাশিন আলী মোটরসাইকেলযোগে ছুটছিলেন। পেছনের অপর এক মোটরসাইকেলচালক অতিক্রম করতে গেলে ধাক্কায় আছড়ে পড়েন মহাশিন আলী। গুঁড়িয়ে যায় পা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ছালাভরা মাঠের অদূরে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে একই উপজেলার ফকিরপাড়ার নূর মোহাম্মদের ছেলে ইদ্রীস আলী চিৎলা থেকে করিমনযোগে বাড়ি ফিরছিলেন। অপর একটি আলমসাধু অতিক্রম করতে গেলে ধাক্কায় একটি করিমন উল্টে পড়ে। আহত হন ইদ্রিস আলী। গতকাল বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকেই গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার প্রক্রিয়া করা হয়।