তিন ছেলের নামে জমি দেয়ার পর মানসিক ভারসাম্য হারানো ইশারত অবশেষে হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা তালতলা গোরস্তানপাড়ার ইশারত মণ্ডলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তার তিন ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দেয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে তার শয্যাপাশে থাকা লোকজন জানিয়ে বলেছেন, ৪ ছেলে ৬ মেয়ের মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্ধী। বাকি তিন ছেলে ফুঁসলিয়ে পিতার সাড়ে ৩ বিঘা জমি রেজিস্ট্রি করিয়ে নেয়। হাতে কিছু টাকাও দেয় তারা। পরে সেই টাকা ফিরিয়ে নিলে মৃত ইউসুব আলীর ছেলে ইরাশত মণ্ডল মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারান। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পর অবশ্য অভিযুক্ত তিন ছেলে ইস্রাইল, আতিয়ার ও বারেকের পক্ষে তাদের লোকজন বলেছেন, তিন ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দেয়ার পর নয়, এমনিতেই বয়স হওয়ার কারণে ইশারাত মণ্ডল মানসিক ভারসাম্য হারিয়েছেন। তার বয়স একশ বছর ছাড়িয়ে যাওয়ার অবস্থা। তিনি এক সময় রেলওয়ের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।