খবর: (শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রী গ্রেফতার)
ভাত দেবে না দেয় না রুটি
কথায় কথায় ধরবে টুটি
তাতেও চলে মোটামুটি
আবার দেবে ছ্যাঁক,
কথায় কথায় মারবে কাঠি
তুচ্ছ খুবই কিল বা চাটি
উল্টে গেলে থালা-বাটি
নড়লে হ্যাঙার ৱ্যাক,
পেটায় শুধু কাজের বিটি
রাগলে তাকায় পিটিপিটি
থাকে তবু ঢাকা সিটি
কী বেয়াদব দ্যাখ!
-আহাদ আলী মোল্লা