ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরধরে লিচু গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরধরে এক কৃষকের লিচু গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর ভোমরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল জলিল অভিযোগ করে বলেন, তিওড়দাহ মৌজার ৭২ শতক জমি নিয়ে একই গ্রামের আশরাফুল ইসলাম, আব্দুস সালাম ও আবু হাসানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। আদালত এ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ জমিতে ১২ বছর ধরে আব্দুল জলিল চাষাবাদ করে আসছেন। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার সকালে আশরাফুল ইসলাম, আব্দুস সালাম ও আবু হান্নান প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ৯টি লিচু গাছ কেটে দেয়। তারা মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বলে কৃষক আব্দুল জলিল অভিযোগ করেন।