জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাজেদুর রহমান বেলা ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ যানবাহন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জীবননগর বাসস্ট্যান্ডে ৬টি করিমন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধযান ওই করিমনচালকদের ১ হাজার ২শ টাকা জরিমানা করেন।