মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি আমিরাতের শারজায় এ তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারিত ছিলো। অভিযুক্ত তিন বাংলাদেশি হলেন- মোহাম্মদ নায়েব আলী, কামরুল ইসলাম ও আতিক আশরাফ হোসেন। অভিযুক্ত ব্যক্তিরা যাতে ঘটনার শিকার হওয়া ব্যক্তির রক্তের সম্পর্কের উত্তরাধিকারীদের সাথে সমঝোতার মাধ্যমে আইনগত বিষয়গুলো সমাধান করতে পারেন, সেজন্য তাদের সময় দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।