স্টাফ রিপোর্টার: ৬ গাড়ি ইট কিনে বিপাকে পড়েছেন গড়াইটুপি গ্রামের গ্রামপুলিশ আসাদুল হক লাল্টু। ইট কেনার ৭ দিনের মাথায় ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে চাঁদাবাজচক্র। চাঁদা না দিলে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের আব্দুর রহমানের ছেলে তিতুদহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আসাদুল হক লাল্টুর পরিবারের লোকজন অভিযোগ করেছেন, সপ্তাখানেক আগে ৬ গাড়ি ইট কেনা হয়। ইট কেনার পরপরই কয়েকজন মুখোশধারী লোক রাতে বাড়িতে আসে। তারা ইটকেনার বিষয়টি জিজ্ঞাসা করে। এ ইট দিয়ে বাড়ি করতে হলে ১ লাখ টাকা চাঁদা দিয়ে তারপর বাড়ির কাজে হাত দেয়ার জন্য বলে অজ্ঞাত মুখোশধারীরা। রাতের ওই ঘটনার পরের দিন সকালে প্রতিবেশী অদ্যাক্ষকর ‘প’ নামের একজন বলেন, ‘ঝামেলা না করে টাকা দিয়ে দেয়ায় ভালো হবে বলে জানায়। তা না হলে তোমার মেয়ে গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তাকে যদি অপহরণ করে নিয়ে যায়। টাকা দিতে দেরি করলে এর চেয়ে বড় কোনো ঘটনা ঘটতে পারে বলে লাল্টুকে বলেন’। এ ঘটনার পর থেকে লাল্টু ও তার পরিবারের লোকজনের নির্ঘুম রাত কাটছে। লাল্টু আরও জানান, ‘প’ অদ্যাক্ষরের ওই ব্যক্তি ২০০১ সালের জুন মাসে গড়াইটুপি মেলাতে যাত্রার নায়িকা শ্রীমতি শিপ্রা হত্যা মামলার আসামি। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামপুলিশ লাল্টুর পরিবার।