হাটবোয়ালিয়া প্রতিনিধি: বিএনপি নেতা সদ্য প্রয়াত গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান ছাবদাল হোসেন কালু স্মরণে গতকাল বুধবার বাদ আছর মরহুমের নিজ বাসভবন মানিকদিয়ায় দোয়া মহাফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মীয়স্বজন, বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গনিসহ নেতৃবৃন্দ দোয়া মাহফিলে শরিক হন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।