স্টাফ রিপোর্টার: যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মন্দিরের পাশ থেকে অস্ত্র, গুলি ও চাকুসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম তাদের আটক করেন। আটককৃতরা হলেন, নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল, আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ ওরফে রাজিব এবং শহরতলীর বালিয়াডাঙ্গা গ্রামের কাওছার আলীর ছেলে মামুন। এদের মধ্যে মামুনের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ৭/৮টি মামলা রয়েছে। টিএসআই রফিকুল ইসলাম জানান, মামুন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ ৭/৮টি মামলা রয়েছে। তিনি আরও জানান, ওইদিন রাতে মামুন, রাসেল ও রিয়াদ তাদের আরও কয়েকজন সহযোগীকে নিয়ে নীলগঞ্জ সাহাপাড়া মন্দিরের পাশে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয় বলেও জানান টিএসআই রফিকুল ইসলাম।