টিপ্পনী

খবর: ( কেরুজ ঘোলদাড়ি বাণিজ্যিক খামারের কর্তৃপক্ষকে ম্যানেজ করে ভুট্টাচাষ)

পয়সা দিলেই বাবাজিরা
এক মিনিটেই খাওয়া করেন
এখান থেকে যায় ওখানে
পাতাল দিয়ে হাওয়া করেন।

টাকা পেলেই ছোট সাহেব
তুড়ি মেরে পেটে রাখেন,
কেউ না দেখে তাই নাকি গো
জমির মাটি কেটে রাখে।

সরকারি মাল এই খামারের
পিণ্ডি মারে কর্তা মশাই,
ফন্দিফিকির করে করে
সুযোগ মতো পড়তা বসায়।

Ñআহাদ আলী মোল্লা