জীবননগর ব্যুরো: জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার মাদকবিরোধী অভিযান চালিয়ে মদসহ এক চোরাচালানিকে আটক করেছেন। বিজিবিসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধা ৬টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্প কমান্ডার মিন্টু সরকারের নেতৃত্বে ল্যান্সনায়েক কবীর সঙ্গীয় সদস্যদের নিয়ে উপজেলার হাসাদাহ পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলবাহী কালীগঞ্জের আড়পাড়া নদিয়াপাড়ার আবুল হোসেনের ছেলে আশরাফ আলীকে (৩৫) ১০ লিটার মদসহ আটক করেন। পরে আটককৃত আশরাফ আলীর তথ্যের ভিত্তিতে হাসাদাহ পাকা রাস্তায় পাশে থাকা ধানক্ষেত থেকে আরও ১৬০ লিটার মদ উদ্ধার করা হয়। আটককৃতকে গতকাল বুধবার জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়।