দুটি ইটভাটা এবং ব্যবসায়ীকে ৯১ হাজার টাকা জরিমানা
মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথক ৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিনা লাইসেন্সে ইট পোড়ানোর অপরাধে দুটি ইটভাটা মালিককে একটির ৪০ হাজার অপরটি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন বিস্ফোরকদ্রব্য পেট্রোলিয়াম আইনে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বেলা ১২টার দিকে প্রথমে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিলের মতিয়ার রহমানের এসবিএম ইটভাটায় অভিযান চালায়। বিনা লাইসেন্সে ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩’র ৪ ধারা অপরাধে এসবিএমইট ভাটা মালিক মতিয়ার রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গার এসবিবিএম ইটভাটার একই অপরাধে এসবিবিএম ইটভাটার ম্যানেজার আল মামুনকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা বাজারে নুর হার্ডওয়ারে অভিযান চালায়। বিস্ফোরকদ্রব্য পেট্রোলিয়াম আইন ১৯৩৪’র ২৩ ধারায় নুর হার্ডওয়ারের মালিক মজিবুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী নাজমূল হক।