উপজেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ হুসাইন টিপুকে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা

 

আলমডাঙ্গা ব্যুরো: জামায়াতের পক্ষ থেকে উপজেলা আমির নূর মোহাম্মদ হুসাইন টিপুকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা কার্যালয়ে জামায়াতের কর্মপরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেত্রেটারি মাও. আজিজুর রহমান, সহসেক্রেটারি রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য অ্যাড. মসলেম উদ্দীন, অ্যাড. আসাদুজ্জামান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল খালেক, আব্দুল হাই, আব্দুর রউফ, মাও. লোকমান হোসেন প্রমুখ।