আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভা কর্তৃক নির্মাণাধীন আধুনিক নির্মাণশৈলীর শহীদ মিনারের বেদীতে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ঢালাই দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ ঢালাইকাজ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও পৌরমেয়র মীর মহিউদ্দীন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. শাহাবুদ্দীন সাবু, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক খান, মসলেম উদ্দীন, সিরাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন, খাইরুল ইসলাম নাসিম, রোকনুজ্জামান, রুহুল আমিন, মামুন আক্তার, আব্দুর রহমান প্রমুখ।