ভ্রাম্যমাণ প্রতিনিধি: বর্তমান সরকার কোমলমতি শিক্ষার্থীদের কোনো রকম শারীরিক মানসিক নির্যাতন বন্ধের ঘোষণা করলেও অনেক শিক্ষকই মানছেন না। সরকারের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে কোমলমতি শিশুদের ওপর চালানো হচ্ছে শারীরিক মানসিক নির্যাতন। ফলে অনেক শিশু-কিশোর এ নির্যাতনের স্বীকার হয়ে ছাড়ছে স্কুল-মাদরাসা। তারা মানসিকভাবে হয়ে পড়ছে বিপদগ্রস্ত। এমনই অভিযোগ উঠেছে কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম মাদরাসার শিক্ষকদের বিরুদ্ধে। ওই মাদরাসার ছাত্রী (নাম প্রকাশে অনিইচ্ছুক) বেশ কয়েকজন ছাত্রী অভিযোগ করে বলেছে, মাদরাসার শিক্ষক আবু হানিফ, আব্দুল মমিন ও শিক্ষিকা রুমিয়া খাতুন ছোট খাটো বিষয় নিয়ে বেত দিয়ে বেদম প্রহার করে থাকে। এসব শিক্ষক-শিক্ষিকাদের ভয়ে অনেক শিক্ষার্থীরা মাদরাসায় আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিভাবকমহল ক্ষোভ প্রকাশ করে বলেছে, এসব শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একদিন হয়তো ধর্মীয় এ প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়বে। অধ্যক্ষ মাও. নুরুল আমিন বলেন, কোনো শিক্ষার্থী বা অভিভাবক আমার কাছে এ ধরনের অভিযোগ করেনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোনো শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।