মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ১৯ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী হলেও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, দায়িয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির জারজিস হোসেন ও উপজেলা তৃণমূল দলের সভাপতি রমজান আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছকিদা খাতুন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম। বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।