মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার মহেশপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানাসূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার রাতে বিশ্বনাথপুর গ্রামের বশির হোসেনের ছেলে মানিক হোসেন (৩৫) ও দ্বারিয়াপুর গ্রামের হাজি আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, থানায় তাদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, নাশকতাসহ অর্ধডজন মামলা রয়েছে।