স্টাফ রিপোর্টার: জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা বেগমপুরের বিলপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ফেনসিডিল উদ্ধার করেন। পালিয়ে গেছে এলাকার চিহ্নিত মাদককারবারী বাবু। গতপরশু সোমবার রাত দুটোর দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর বিলপাড়ার জহিরের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় ১৪৩ বোতল ফেনসিডিল ও একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেন। অভিযোগ উঠেছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদককারবারী একাধিক মাদক মামলার পালাতক আসামি বিলপাড়ার বাবু পালিয়ে গেছে।