মাথাভাঙ্গা মনিটর: বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। অনেক মানুষ মাটির নিচে চাপা পড়ায় এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। একব্যক্তি তার ৯ আত্মীয়কে হারিয়েছেন বলে জানিয়েছেন। শহরটির প্রধান হাসপাতালের মর্গে আর কোনো লাশ রাখায় জায়গা নেই। পাশাপাশি আহতদেরও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। পাহাড়ি ঢলে শ শ বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল নিজিগামা জানিয়েছেন, “রাতভর ভারী বর্ষণের কারণে শহরটিতে এ দুর্যোগের সৃষ্টি হয়েছে। আমরা ইতোমধ্যে ৫১টি মৃতদেহ উদ্ধার করেছি। পানির তোড়ে ঘরবাড়ি ভেঙে পড়ে কিংবা ভেসে গিয়ে তাদের মৃত্য হয়। এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, ১০ ঘণ্টা একনাগাড়ে প্রবল বর্ষণের কারণে বিস্তৃত এলাকাজুড়ে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রাস্তা-ঘাট ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।