ফলোআপ: দামুড়হুদার বহুল আলোচিত মোবাইল রানাকে জেলহাজতে প্রেরণ

এলাকায় স্বস্তির নিশ্বাস : মিষ্টি বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দলকা লক্ষ্মীপুরের বহুল আলোচিত জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক রানা ওরফে মোবাইল রানাকে গত রোববার জেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ বিচারক। প্রতারক ওই রানাকে জেলহাজতে প্রেরণ করায় এলাকার সাধারণ জনগণের মাঝে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। ভুক্তভোগীদের অনেকেই করেছেন মিষ্টি বিতরণ। বিষয়টি গতকাল মঙ্গলবার বিকেলে বেশ কয়েকজন গ্রামবাসী মোবাইলফোনে এ প্রতিবেদককে জানান। সেইসাথে অবিলম্বে প্রতারক রানার ব্যবহৃত মোবাইলফোন ও ল্যাপটপটি জব্দ করে তা পরীক্ষা-নিরীক্ষা করতে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। গ্রামবাসীর ধারণা, রানার ব্যবহৃত মোবাইলফোন ও ল্যাপটপ চেক করলে এলাকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

 

Leave a comment