মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পেশাওয়ার শহরে একটি প্রেক্ষাগৃহে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হামলাকারীরা সিনেমা হল লক্ষ্য করে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এ হামলার পর কোনো জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে সিনেমা হলের মালিক দাবি করেন, হামলার আগে একটি চরমপন্থি গোষ্ঠী তাদেরকে ব্যবসা গুটানোর হুমকি দিয়েছিলো। দু সপ্তা আগেও পেশাওয়ারের একটি সিনেমা হলে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছিলো।