স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবদুল আজিজ (৪২) নামে এক সিএনজি চালককে পুরুষাঙ্গ কেটে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জানান, আবদুল আজিজ দু বিয়ে করেছে। দ্বিতীয় স্ত্রী সীমার সাথে গত কয়েকদিন ধরেই পারিবারিক কলহ ছিলো। সে এখন পলাতক রয়েছে। তাকে পাওয়া গেলে খুনের ক্লু বের করা সম্ভব হতে পারে। তার গলায় আঘাতের দাগ রয়েছে। তাছাড়া লাশ উদ্ধারের সময় তার পুরুষাঙ্গ কর্তন করা ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। আবদুল আজিজ সিদ্ধিরগঞ্জে মিজমিজ আবদুল আলী পুল এলাকার কালু হাজির বাড়ির ভাড়াটিয়া ও মৃত আকবর হোসেনের ছেলে।