মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের সাথে বিয়ের যাত্রী বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল মঙ্গলবার মালদা শহরের কাছে কালুয়াদিঘিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালদায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে সকাল সাড়ে ৭টার দিকে উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ যাচ্ছিলো বিয়ের যাত্রী বহনকারী কারটি। বিপরীতমুখী একটি ট্রাক আটমাইল এলাকায় কারটিকে ধাক্কা দিলে এক শিশুসহ ১৩ জন নিহত হয়। আহত তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।