নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা কালিয়াবকরি মাঝপাড়ার মকছেদ আলীর ছেলে নারী ও শিশু আইনের আসামি ইয়ারুল আলীকে (২৫) আটক করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার এএসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে গত সোমবার বিকেলে কালিয়াবকরির বাজার থেকে আটক করা হয় তাকে। গতকাল তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।