দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা : আহত ২

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দর্শনা-মুজিবনগর সড়কে দুর্গাপুর বটতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে জাকির হোসেন (২৮) বাজার করার উদ্দেশে কার্পাসডাঙ্গায় রওনা হয়ে দুর্গাপুর গ্রামের বটতলা মোড়ে পৌঁছুলে পথচারী মৃত রবগুলের ছেলে নজির মণ্ডলকে (৬০) পেছন থেকে ধাক্কা মারে। এতে বৃদ্ধ নজির রাস্তার ওপর লুটিয়ে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত নজিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অদক্ষ চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মেজবাহুর রহমান দুর্ঘটনা কবলিত নম্বরবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রেখেছেন।