খবর: (সচিব পিএস এপিএসদের দুর্নীতির খোঁজে দুদক)
ওনারা সব রাঘব বোয়াল
চোয়াল মোটা ভীষণ,
ধরবে কে আর মোটা চুরি
দিন-দুপুরের মিশন।
ওরা দেশের মামা খালু
বাটপারিতে বেজায়,
সবাই জানে রাতবিরেতে
ওদের সাথে কে যায়।
ওনারা সব চোরের রাজা
যায় না দেয়া লাগাম,
ওদের কিছুই হবে নাগো
দিচ্ছি বলে আগাম।